আসছে নিয়োগ

 পলিটেকনিক শিক্ষক সমিতির উচ্চপদস্থ একজন শ্রদ্ধেয় শিক্ষকের কাছে জানতে পারলাম যে, ক্রাফট ইনস্ট্রাক্টর পদে আবার আরেকটি নিয়োগ আসতে যাচ্ছে যাতে পদসংখ্যা ২৫০০ এর বেশি। 

আপনারা ইতোমধ্যে সকলেই ২১০০ পদের একটা সার্কুলার দেখেছেন, যাতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পদার্থ বা রসায়নে অনার্স। বিষয়টা খুবই দুঃখজনক যে, এইসব টেকনিক্যাল পোস্টে অনেক নন টেকনিক্যাল স্টুডেন্ট জব পাবে। আমি আজ ক্রাফট ইনস্ট্রাক্টর পদটি নিয়ে কিছু আলোচনা করবো।



১. আমাদের মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে গেছে যে, ক্রাফট ইনস্ট্রাক্টর পদে ডিপ্লোমা প্রকৌশলীরা আবেদন করলে বা এ জাতীয় গেজেট সংশোধিত হলে আমাদের দশম গ্রেড কেড়ে নেয়া হবে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। সকল ডিপ্লোমা প্রকৌশলী দশম গ্রেড বিষয়টা কিন্তু এমন নয়। এটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদের গ্রেড। আপনি উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পেলে দশম গ্রেডে নিয়োগ পাবেন। এখন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে ১৬ গ্রেডে কম্পিউটার অপারেটর পদে আবেদন করলেন, যাতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইন্টারমেডিয়েট। এরপর আপনার চাকরি হলে কিন্তু ১৬ তম গ্রেডই পাচ্ছেন, আপনাকে দশম গ্রেড দেবেনা। অর্থাৎ এর মানে এই নয় যে, আপনি এর নিচের গ্রেডে আবেদন করতে পারবেন না। আর আমাদের এমন হীনমন্যতার কারণে নিচের গ্রেডে আমরা আবেদন করতে পারছি না। আমরা নিচের গ্রেডের অনেক পদে আবেদন করতে পারছি না, এমনকি টেকনিক্যাল পদও হাতছাড়া হয়ে যাচ্ছে; যার প্রমাণ এই ক্রাফট ইনস্ট্রাক্টর সার্কুলার। 


২. আমার আজ ইচ্ছে হচ্ছে, উপসহকারী প্রকৌশলী পদে জব করবো না, পিয়ন হবো। তাহলে সেটা কি করতে পারবো না? দেখা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে একসময়ের সহপাঠী ৩ জনের একজন আজ বিসিএস দিয়ে এএসপি (গ্রেড ৯), আরেকজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রেড ১৩), আরেকজন হয়েছেন অফিস সহকারী (গ্রেড ২০)। মানে একই পড়ালেখা করে জেনারেলদের মধ্যে একেকজন একেক গ্রেডে জব করছেন। অর্থাৎ ওনাদের সর্বোচ্চ গ্রেড, আর নিচের গ্রেডও ফাকা আছে। আমাদের ক্ষেত্রেও বিষয়টা এমন যে, আমাদের সর্বোচ্চ গ্রেড ১০; কিন্তু আমরা শুধুমাত্র দশম গ্রেড আকড়ে বসে আছি। ফলে আমাদের নিচের গ্রেডে অনেক পদই আমাদের জন্য ব্লক করে দেয়া হচ্ছে। বছরে দশম গ্রেডে কয়টা নিয়োগ আসে, অন্যদিকে নিচের গ্রেডসমূহে প্রচুর নিয়োগ থাকে; অথচ আমরা আবেদন করতে পারিনা।


৩. ক্রাফট ইনস্ট্রাক্টর সম্পূর্ণ টেকনিক্যাল পদ। এখানে একজন ভোকেশনাল স্টুডেন্ট যে জিনিসটা সহজে বুঝবেন, একজন জেনারেলের অনার্স গ্রাজুয়েট কিন্তু অত সহজে বুঝবেন না। সেখানে উক্ত বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করা ব্যক্তিও আবেদন করতে পারবেন না। সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/পাওয়ার বা অন্যান্য বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে আবেদনই করতে পারবেন না, অথচ জব পাবেন জেনারেলে পড়াশুনা করে কেউ! মানে পদার্থ বা রসায়নে পড়ে বালির এফ.এফ শেখাবেন ওনারা; আর আমরা সিভিলে পড়ে বালি খাবো।


৪. ক্রাফট ইনস্ট্রাক্টর পদটি কিন্তু সরাসরি জুনিয়র ইনস্ট্রাক্টর এর সহকারী। একজন ডিপ্লোমা গ্রাজুয়েট একই স্থানে দশম গ্রেডে জব করছেন, আর তার অধীনে থাকা অনার্স গ্রাজুয়েট তখন বিষয়টা সহজভাবে নেবেননা। তারা আলাদা কোরাম তৈরি করবেন। ফলশ্রুতিতে শিক্ষাঙ্গনে শিক্ষার কেমন বিকাশ ঘটবে সেটাও অনুমেয়।


৫. আমি যতটুকু জানি, বিভিন্ন মন্ত্রনালয়ে সার্ভেয়ার পদে ডিপ্লোমা ইন সার্ভেয়িং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়। আর সেখানে সার্ভেয়ারদের গ্রেড দেয়া হয় ১৪। এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও, আমার মনে হয়- এটাই হতে পারে আমাদের তুরুপের তাশ। কারণ দশম গ্রেডে আমরা নিয়োগ পাচ্ছি, ১৪ গ্রেডেও আমরা; তাহলে এর মধ্যের গ্রেডে আমরা নিয়োগ পাওয়ার যোগ্য নই কিভাবে?


আমি ব্যক্তিগতভাবে মনে করি, ক্রাফট ইনস্ট্রাক্টর পদে নিয়োগ বিধিমালা অনুসারে যেমন আছে তেমনই নিয়োগ চলমান রাখা উচিত। পাশাপাশি এতে সংশ্লিষ্ট বিষয়ে পাশ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণও আবেদন করবেন। যাতে টেকনিক্যাল বিষয়ে শুধুমাত্র টেকনিক্যাল ছাত্ররাই চাকরি পাবে। বাইরে থেকে কাউকে এখানে আনার কোনো মানেই হয়না। টেকনিক্যাল বিষয়ে লেখাপড়া করা আমার ভাই-বন্ধুরা সবাই বেকার, অধিকাংশ প্রাইভেট চাকরি করে অতিরিক্ত খেটে সামান্য বেতনে জীবন পার করছেন; সেখানে এটা ১৩ গ্রেড নাকি কত গ্রেড সেটা বিবেচনা না করে আমাদের চাকরি পাওয়ার দিকে গুরুত্ব দেয়া উচিত। উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড রেখে নিচের গ্রেডে কেন আমরা আবেদন করতে পারবো না, সেই বিষয়টাও একটা বড় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছে। ইতোমধ্যে আইডিইবি এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে চিঠি দিয়েছে। পাশাপাশি আমার মনেহয় ফেসবুকে প্যাশন গ্রুপ, স্কুল অব ইঞ্জিনিয়ার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জব: আওয়ার গোল ইত্যাদি গ্রুপ সম্মিলিতভাবে চেষ্টা করলে টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বন্ধ করা সম্ভব হবে।

ধন্যবাদ সবাইকে।

Comments

Popular posts from this blog

কপি, কাট এবং পেষ্ট

Digital_Marketing

প্রিন্টার কি এবং কিভাবে কাজ করে