কন্টেন্ট কি
১. কন্টেন্ট কি?
উত্তরঃ কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে লেখালেখি বা তথ্য দেয়ার নামই কন্টেন্ট।আর এই তথ্যগুলো ডিজিটাল মাধ্যম
যেমনঃ ইউটিউব ,ফেসবুক , ইন্সটাগ্রাম, ইত্যাদিতে লেখালেখির মাধ্যমে তথ্য দেওয়া।
২. কন্টেন্ট কত রকমের হতে পারে?
উত্তরঃ কনটেন্ট মুলত চার প্রকার৷
ক)লিখিত ভাবে প্রকাশ করাঃ যা লিখে বা টাইপ করে বুঝাতে পারেন তাই লিখিত কন্টেন্ট।
খ)অডিও দিয়ে প্রকাশঃ অডিও কনটেন্ট হচ্ছে কোন কিছু বলে বা সাউন্ড দিয়ে বুঝানো। যত কিছু মিউজিক আছে সেটা সবই অডিও কনটেন্ট।
গ)ভিডিও দিয়ে প্রকাশঃ ভিডিও কনটেন্ট হচ্ছে যেকোন ধরণের ভিডিও গ্রাফি।
ঘ)ছবি দিয়ে প্রকাশঃ আপনি আপনার কোন পণ্য বা সেবার ফটোগ্রাফি তুলে ধরলেন অথবা কোন তথ্যের কোন গ্রাফিক্যাল ভিউ তুলে ধরলেন। এটাই হচ্ছে ইমেজ কনটেন্ট।
৩. কন্টেন্ট কেন প্রয়োজন?
উত্তরঃ কন্টেন্ট এর প্রয়োজনীয়তা অনেক।
ধরুন আমি কোন পণ্য নিয়ে ব্যবসা করছি এখন আমি যদি আমার ভোক্তাদের আমার কাজ সম্পর্কে কিছুই না বলি তাহলে কিভাবে বুঝবে আমি কি কাজ করছি বা কি বুঝাতে চাচ্ছি! তাদেরকে বুঝানোর জন্য কনটেন্ট অত্যন্ত প্রয়োজনীয় ৷
কন্টেন্টের সাহায্যে সহজেই যেকোন বিষয়কে সেই বিষয়ের ভিডিও, ছবি, অ্যানিমেশন ইত্যাদি ব্যবহার করে অন্যের কাছে তুলে ধরা যায়। ভিডিও কন্টেন্ট দেখে কঠিন বিষয়গুলো মানুষ খুবসহজেই বুঝতে পারেন। এটি মানুষের জন্য পাঠ সহজবোধ্য করার একটি শক্তিশালী আধুনিক বৈজ্ঞানিক পাঠদান পদ্ধতিও বলা যায়।
এছাড়াও কন্টেন্ট এর গুরুত্ব ও তাৎপর্য অন্য ভাবেও প্রকাশ যোগ্য যেমন জ্ঞান, মেধা ও মননে আধুনিক এবং চিন্তাচেতনায় অগ্রসর একটি সুশিক্ষিত জাতিই একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। শিক্ষা উপকরণ ডিজিটালাইজেশন ও তথ্যপ্রযুক্তির সমন্বয়ে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন শিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী ভূমিকা পালন করছে।
Comments
Post a Comment